বিনোদন ডেস্ক : আরবাজ় খানের থেকে ডিভোর্স নিচ্ছেন মালাইকা অরোরা খান। ক্ষতিপূরণ হিসেবে ১০ থেকে ১৫ কোটি টাকা দাবি করেছেন তিনি। এবছরের গোড়ার দিকে মালাইকা অরোরা খান ও আরবাজ় খান তাদের বিচ্ছেদের কথা সামনে আনেন।
সূত্রের খবর, মালাইকা সর্বনিম্ন ১০ কোটি টাকা দাবি করেছেন। এর কমে সেটেলমেন্ট করতে তিনি কিছুতেই রাজি নন। আরবাজ় এখনও শক থেকে বেরোতে পারেননি। সবাই অবাক হয়ে গেছে মালাইকা এত টাকা কীভাবে চাইতে পারলেন? আরবাজ় ছেলের বড় হওয়ার খরচের জন্য কিছু টাকা অবশ্যই দিতে চেয়েছিলেন। কিন্তু এতো!
ডিভোর্সের পর মালাইকার সঙ্গেই থাকবে ছেলে আরহান খান। মে মাস নাগাদ আদালতের রায় বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু তাও কিছু প্রশ্ন থেকেই গেছে। তার মধ্যে প্রধানতম হল ফিনানশিয়াল সেটেলমেন্ট বা খোরপোশ। মালাইকা আর আরবাজ় নাকি প্রায়ই এর নিয়মকানুন নিয়ে কথাবার্তা বলছেন।
শোনা যাচ্ছে, আরবাজ় নাকি ডিভোর্স চান না। শেষ পর্যন্ত তিনি সেই চেষ্টাই করে গেছেন। কিন্তু মালাইকার বক্তব্য ছিল তিনি আরবাজ়ের সঙ্গে আর থাকতে পারবেন না।
চলতি বছরের জানুয়ারি মাসে শোনা গিয়েছিল, আরবাজ খানের থেকে নাকি আলাদা হচ্ছেন মালাইকা অরোরা খান। কারণ জানাননি কেউই। কিন্তু বিচ্ছেদের কথা স্বীকার করেছিলেন দু’জনেই। তবে এও তারা জানিয়েছিলেন, ব্রেক আপ নয়। ব্রেকে আছেন তারা। তাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল, যে খানিকটা দূরত্ব জরুরি হয়ে পড়েছিল। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু সূত্রের খবর, ডিভোর্সের জন্য নাকি আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন মালাইকা।
২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস