বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫০:৫৯

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে প্রতারণার মামলা

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় নায়িকা পপির বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতারণার মামলা হয়েছে। পপি গত বছর ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন কিন্তু পরে কাজ করেননি বলে অভিযোগ উঠেছে।

নতুন একটি ছবির পারিশ্রমিক নিয়ে পপি কাজ করেননি- এমন অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলাটি করেন। ৪০৬/৪২০ ধারায় মামলটি হয়েছে গত ২২ ডিসেম্বর।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য ১/১০/২০১৫ তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু’লক্ষ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের সিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা হলেও পপি সাড়া দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে, পপি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান’।

পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটির আম-মোক্তার ‘সিন সিনারি প্রডাকশন’-এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া। মামলায় বাদি পক্ষের আইনজীবী হিসেবে আছেন গোলাম সাবের চৌধুরী।

তবে এই বিষয়ে ওপর পপির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে