বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৯:৫৫

সালমান-শাহরুখদের কাছে যে সব জায়গায় হেরে গেল আমিরের ‘দঙ্গল’

সালমান-শাহরুখদের কাছে যে সব জায়গায় হেরে গেল আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক: প্রথম তিন দিনে একশো কোটি। চার দিনে ১৩২ কোটি। ফিল্ম রিলিজের আগেই অনলাইনে সর্বোচ্চ পরিমাণ বুকিং। একের পর এক রেকর্ড করেই চলেছে আমির খানের ‘দঙ্গল’। মহাবীর সিংহ ফোগতের এই বায়োপিক যে বক্স অফিসে সুনামি আনতে চলেছে, তা আগাম আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। সেই প্রত্যাশাকেও যেন ছাপিয়ে যাচ্ছে ‘দঙ্গল’। মহাবীরের কুস্তির প্যাঁচে একেবারে নাজেহাল অবস্থা এই সপ্তাহে মুক্তি পাওয়া বাকি সিনেমাগুলির। তবে একাধিক রেকর্ড ভাঙলেও বক্সঅফিসে শাহরুখ এবং সালমানের এমন বহু রেকর্ড রয়েছে, যা ভাঙতে পারসেন না আমির। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি না ভাঙা রেকর্ড।

মুক্তির প্রথম দিনেই সালমানের ‘সুলতান’ আয় করেছিল ৩৬.৫৪ কোটি। ২৯.১৩ কোটি নিয়ে ‘দঙ্গল’ রয়েছে দ্বিতীয় স্থানে।
তবে প্রথম স্থানে রয়েছেন শাহরুখ। ‘হ্যাপি নিউ ইয়ার’এর আয় ছিল প্রায় ৪৫ কোটি।

দেশের প্রায় ৮০ শতাংশ স্ক্রিনে রিলিজ করেছিল সুলতান। সেখানে দঙ্গল মুক্তি পেয়েছে ৬০ শতাংশ স্ক্রিনে।

বিদেশের বাজারে মুক্তির প্রথম দিনে দঙ্গলের আয় ১১.৪১ কোটি। এ ক্ষেত্রে কয়েক যোজন এগিয়ে রয়েছেন শাহরুখ খান। ‘দিলবালে’ আয় করেছিল প্রায় ২৩ কোটি টাকা।

খেলা সংক্রান্ত ফিল্মে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের নিরিখেও দু’নম্বরে ‘দঙ্গল’। এ ক্ষেত্রেও এক নম্বরে রয়েছে ‘সুলতান’।

মুক্তির চতুর্থ দিনে দঙ্গলের আয় ২৫ কোটি। এ ক্ষেত্রেও এক নম্বরে সুলতানের ৩২ কোটি।

মুক্তির দ্বিতীয় দিনেও সুলতানের ৩৭.৩২ কোটি আয়ের চেয়ে পিছিয়ে দঙ্গলের ৩৪.৮২ কোটি।

মুক্তির চার দিন পরে দঙ্গলের আয় ১৩২ কোটি। এই সময়ে সুলতানের আয় ছিল ১৪২ কোটি।

সপ্তাহান্তে ভারতের বাজারে আয়ে নিজের পুরনো রেকর্ডই ছুঁতে পারেননি আমির। ‘ধুম ৩’-এর রেকর্ড ১০৭ কোটির চেয়ে দু’কোটি পিছিয়ে দঙ্গল।

সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয়ের নিরিখে সুলতানের চেয়ে কয়েক মাইল পিছিয়ে দঙ্গল। সুলতানের যেখানে আয় ছিল ৩৪৫ কোটি, সেখানে দঙ্গলের আয় মাত্র ২০৯ কোটি।

মুক্তির পর প্রথম সোমবারের আয়ের নিরিখে হৃত্বিকের ‘কৃষ ৩’ এগিয়ে রয়েছে। দঙ্গলের ২৫.৪৮ কোটির চেয়ে অনেকটাই এগিয়ে কৃষের ৩৫.৯১ কোটি।-আনন্দবাজার
২৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে