বিনোদন ডেস্ক: তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের। চার বার জিতেছেন ফিল্ম ফেয়ার পুরষ্কার। নিয়মিত অভিনয় থেকে দূরে সরে এলেও বলিউডের সঙ্গে সংযোগ কখনওই একেবারে মুছে ফেলেননি তিনি।
তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রপ্রেমীদের আনন্দ দিয়েছেন তিনি। কখনও নিয়েছেন চিত্রনাট্যকার কিংবা সংলাপ লেখকের দায়িত্ব, কখনও পালন করেছেন অভিনেতার ভূমিকা। সব রকম অভিনয়ে তিনি সমান পারদর্শী। মূলত নেগেটিভ চরিত্রে অভিনয় দিয়ে ক্যামেরার সামনে কাজ শুরু করলেও ক্রমশ কৌতুকাভিনেতা হিসেবেই অতিরিক্ত জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু সেই কাদের খানেরই বার্ধক্য কাটছে একাকীত্ব ও অবহেলার যন্ত্রণায়।
বর্তমানে অশীতিপর কাদের খান একসময় ভরা সংসারে জীবন যাপন করেছেন। স্ত্রী আজরা খান, এবং তিন পুত্র সরফরাজ, শেহনাওয়াজ, এবং কুদ্দুসের সঙ্গে জীবনের একটা পর্ব কেটেছে কাদেরের। স্ত্রী-পুত্রেরা সকলেই বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে নাকি আর যোগ নেই কাদেরের। জানা যাচ্ছে, বর্তমানে পরিবারের লোকেরা কাদেরের কোনও খোঁজ খবরই নেন না। যোগাযোগও রাখেন না কোনও। বৃদ্ধ এবং অসুস্থ কাদেরকে সম্পূর্ণ ভাবে পরিচারক-পরিচারকদের উপর নির্ভরশীল জীবন কাটাতে হচ্ছে। হারিয়েছেন হাঁটা চলার ক্ষমতা। সারা ক্ষণ হুইল চেয়ারে বসেই এখন সময় কাটে কাদেরের।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বলিউডে নিয়মিত অভিনয় অনেক দিনই বন্ধ করে দিয়েছেন কাদের। ২০১৫ সালে রিলিজ হয়েছিল কাদের অভিনীত শেষ ছবি ‘হো গয়া দিমাগ কি দহি’। ছবিটির পরিচালিকা ফৌজিয়া আর্শি একটি সাক্ষাৎকারে কাদেরের এই করুণ অবস্থার কথা জানান। ফৌজিয়া বলেন, ‘এত বড় মাপের এক জন অভিনেতাকে এতখানি অবহেলার মধ্যে নিজের বার্ধক্য কাটাতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের।’ মূলত অর্থের জন্যই এই বয়সেও অসুস্থতা উপেক্ষা করে অভিনয় চালিয়ে যেতে হচ্ছে কাদেরকে, এমনটাই মনে করছেন ফৌজিয়া।
যদিও ফৌজিয়ার এই দাবির সত্যতা কতখানি সেই নিয়ে সংশয় রয়েছে। কারণ ২০১৬-র এপ্রিল মাস নাগাদ ডায়বেটিস ও গাঁটের ব্যথার চিকিৎসার জন্য বাবা রামদেব পরিচালিত হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ হাসপাতালে ভরতি হয়েছিলেন কাদের। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর এক পুত্র। তার কিছু কাল আগে যখন কাদের হজ যাত্রায় যান, তখনও দুই ছেলেই হয়েছিলেন সফরসঙ্গী। অবশ্য কাদের যে গুরুতর অসুস্থ, সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের। চার বার জিতেছেন ফিল্ম ফেয়ার পুরষ্কার। ২০১৬-র এপ্রিল মাস নাগাদ নিয়মিত অভিনয় থেকে দূরে সরে এলেও বলিউডের সঙ্গে সংযোগ কখনওই একেবারে মুছে ফেলেননি তিনি। ২০১৭-এ রিলিজ করার কথা ‘হেরা ফেরি থ্রি’। সব ঠিকঠাক চললে, সেই ছবিতে আবার দেখা যাবে কাদের খানকে।-এবেলা
২৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস