বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০২:৫৩:১২

মেয়ের মৃত্যুর পরদিন অভিনেত্রী মায়ের মৃত্যু

মেয়ের মৃত্যুর পরদিন অভিনেত্রী মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক: মেয়ের মৃত্যুর পরদিন অভিনেত্রী মায়ের মৃত্যু। একদিন আগেই মেয়ের মৃত্যুর পর তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছিলেন।
কিন্তু পরদিন হৃদরোগে নিজেই বিদায় নিলেন ৮৪ বছর বয়সী হলিউড অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ডেবি রেনল্ডস।

তাঁর মেয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুভি সিরিজ স্টার ওয়ারসে 'প্রিন্সেস লেইয়া' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী মা ডেবি রেনল্ডসের কন্যা ক্যারি ফিশার।

আর আজ রেনল্ডসের পুত্র টড ফিশার মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে বলেছেন, "সে এখন ক্যারির কাছে এবং আমাদের সবার হৃদয় ভেঙ্গে গেছে"। তিনি বলেন তার বোনের মৃত্যু ছিলো মায়ের জন্য বড় একটি আঘাত।

ডেবি রেনল্ডস ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন ১৯৫২ সালে 'সিংগিং ইন দ্য রেইন' এ অভিনয়ের জন্য। তবে তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিলো ১৯৬৪ সালের 'দ্য আনসিংকেবল মলি ব্রাউন' ।-বিবিসি
২৯ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে