বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৭:০৬:০৫

নিউ ইয়ারেই বিয়ে করছেন বিরাট-অনুষ্কা?

নিউ ইয়ারেই বিয়ে করছেন বিরাট-অনুষ্কা?

বিনোদন ডেস্ক: প্রেম, বিচ্ছেদ আবার ফিরে আসা। সম্পর্কের নানা ওঠাপড়া কাটিয়ে এ বার কী তা হলে গাটছড়াটা বেঁধেই ফেলতে চলেছে এই সেলিব্রিটি কাপল?  নতুন বছরের নতুন জল্পনা, বিয়ে করছেন বিরাট-অনুষ্কা। তাও আবার বছরের প্রথম দিনই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শেষে অনুষ্কাকে সঙ্গে নিয়ে  উত্তরাখন্ডে ছুটি কাটাচ্ছেন বিরাট। সেখানেই নাকি বাগদানটাও সেরে ফেলবেন তাঁরা। খুব ব্যাক্তিগত অনুষ্ঠানে রিং বদলটা সেরে ফেলার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদিও বিরাট, অনুষ্কার তরফে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এই মুহূর্তে দু’জন রয়েছেন দেহরাদুন থেকে ১৭ কিলোমিটার দুরের হোটেল আনন্দে। নরেন্দ্রনগরের সেই হোটেলেই নাকি হবে অনুষ্ঠান। খুব গোপনভাবেই অনুষ্ঠানটি সেরে ফেলতে চেয়েছিল এই সেলিব্রিটি কাপল। কিন্তু এমন খবর কী আর চাপা থাকে। হোটেলের কর্মচারীদের মধ্যেই চাপা গুঞ্জন। আর সেখান থেকেই বাইরে চলে আসে খবর। যা খবর এই সেলিব্রিটি কাপলের বাগদানে যোগ দিতে পারেন জাতীয় ক্রিকেট দলের অনেকেই। সঙ্গে বলিউড তারাকারও। বচ্চন পরিবার ও অনিল অম্বানি-নিতা অম্বানির আসা নিশ্চিত।  এই দু’জনে নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেন না। একমাত্র যখন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার উপর বার বার আক্রমণ হচ্ছিল তখন মুখ খুলেছিলেন বিরাট।

সম্প্রতি অনুষ্কা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ময়ুরকে খাওয়াচ্ছেন তিনি। কেউ একজন অনুষ্কার হাতে সেটা দিচ্ছে কিন্তু তাঁর মুখ দেখা যাচ্ছে না। ধরেই নেওয়া হচ্ছে বিরাটই ছিলেন সেখানে। অন্যদিকে, বিরাট কোহালি যখন ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় সেই ভিডিওতে যে রুদ্রাক্ষের মালা পড়েছিলেন অনুষ্কা একই মালা রয়েছে বিরাটের গলায়ও। ছবিতে পিছনের পরিবেশও অনেকটাই একইরকম। যা খবর অনুষ্কার পরিবার ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে অনুষ্ঠানের আয়োজন করতে।-আনন্দবাজার
২৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে