বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৯:৪৭

ফিরে আসছেন গোবিন্দা, প্রপার ‘হিরো’ হয়ে

 ফিরে আসছেন গোবিন্দা, প্রপার ‘হিরো’ হয়ে

বিনোদন ডেস্ক: সেই সব ভেবে-চিন্তেই কি গোবিন্দা সিদ্ধান্ত নিলেন এক ধামাকাদার কামব্যাক-এর? একেবারেই একা হিরোগিরি অনেক দিন পরে।

আলা রে আলা গোবিন্দা আলা— এই সুরেই কি গাইছে এখন বলিউড? মেয়ে টিনা পর্দায় আসতে চলেছেন, তাঁর বয়সও ৫৩ ছুঁই ছুঁই। কিন্তু এখনও গোবিন্দা-ম্যাজিক ক্লিক করতে পারে, সেটা জানে টিনসেল টাউন। কমেডি-অ্যাকশনের মশলা ছবির চিরনবীন হিরো গোবিন্দা গত কয়েক বছর ধরেই কেমন একটা ধরি মাছ না ছুঁই পানি-গোছের হাওয়া জারি রেখেছিলেন। দু’চারটে ছবিতে তাঁকে নাম কা ওয়াস্তে দেখা গেলেও, তিনি হিরোগিরি থেকে প্রায় অবসিত জীবনই কাটাচ্ছিলেন। এদিকে তাঁর সমসাময়িক শাহরুখ অথবা সলমন দিব্য ছোকরা সেজে আসর মাতিয়ে যাচ্ছেন। গোবিন্দা-ফ্যানদেরও অন্য রাস্তা দেখতে হচ্ছিল।

সেই সব ভেবে-চিন্তেই কি গোবিন্দা সিদ্ধান্ত নিলেন এক ধামাকাদার কামব্যাক-এর? ২০১৭-এ আবার হিরোর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। একেবারেই একা হিরোগিরি অনেক দিন পরে। ঘটনাচক্রে ২০১৭-য় আসন্ন ছবিটিরও নাম— ‘আ গয়া হিরো’। দীপঙ্কর সেনাপতির পরিচালনায় এই ছবিতে গোবিন্দা একজন পুলিশ অফিসার যে কিনা আশুতোষ রানা পরিচালিত এক ক্রাইম নেটওয়ার্ককে ভাঙতে চায়। জানা গিয়েছে, এই ছবিটির শিডিউল রিলিজ ছিল ২০১৪-এ। কিন্তু পরে এর নাম বদলায় ‘অভিনয় চক্র’ থেকে ‘আ গয়া হিরো’-তে পরিণতি পায় এই ছবি।

ছবির কাহিনি আর সংলাপ মনে পড়াতে বাধ্য গোবিন্দা-মুভির স্বর্ণযুগকে। অ্যাকশনে হয়তো মনে পড়তে পারে ডেভিড ধাওয়ানকেও। গোবিন্দা যে এতদিন পরেও গোপিন্দা-ই, সে কথা বলে দিচ্ছে ‘আ গয়া হিরো’-র ট্রেলার। সম্ভবত ২০১৭-এর গোড়াতেই মুক্তি পেতে চলেছে ‘আ গয়া হিরো’।-এবেলা
২৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে