শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৯:১৮

চার পয়সা রোজগারের চেষ্টায় মানুষের চুল-দাড়ি কামাচ্ছেন মীর

চার পয়সা রোজগারের চেষ্টায় মানুষের চুল-দাড়ি কামাচ্ছেন মীর

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'মীরাক্কেল' এর উপস্থাপক মীর আফসার আলী আগেই ঘোষণা দিয়েছেন, শো'টি ছেড়ে দেবেন। কারণ, চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাকে পাত্তাই দিচ্ছেন না। কিন্তু শো ছেড়ে দিলে মীরের সংসার ও জীবন চলবে কীভাবে?

সম্প্রতি সিনেমায় অভিনয় শুরু করেছেন। নিজের জায়গাটা শক্ত করতে আরও সময় লাগবে তার। তাহলে রোজগারের জন্য কী করছেন মীর?

মীর নিজেই সেই উত্তর দিয়েছেন। রেডিও মির্চিতে উপস্থাপনার পাশাপাশি মানুষের চুল-দাড়ি কামানোর কাজ করছেন তিনি। নিজের ফেসবুকে নাপিতগিরি করার ছবিও শেয়ার করেছেন। যদিও পুরোটাই ছিল নিছক মজা করেই।

ছবি শেয়ার করে মীর লিখেছেন, 'বছর পুরোনোর আগে চার পয়সা এক্সট্রা রোজগারের চেষ্টা... শুধু মির্চিতে (রেডিও মির্চি) 'হাই কলকাতা' করে পোষাচ্ছে না... সংসারের অনেক খরচ..অগত্যা শো করার ফাঁকে ফাঁকে এটাও করে থাকি!'

৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে