বিনোদন ডেস্ক: মীরা রাজপুতের কয়টা বয়ফ্রেন্ড ছিল? ‘কফি উইথ কর্ণ’-এ কর্ণ জোহরের এই প্রশ্নের জবাবে একটুও ঘাবড়ালেন না শহিদ কাপুর। সঞ্চালকের ওপর চটেও গেলেন না। স্রেফ দাড়ি চুলকোতে চুলকোতে বললেন, তাঁর গার্লফ্রেন্ডের সংখ্যার থেকে কম নয়! হ্যাঁ, এমনটাই স্মার্টলি বেমক্কা ধেয়ে আসা গুগলির মুখোমুখি হল বলিউডের বর্তমান প্রজন্ম।
‘কফি উইথ কর্ণ’-এ এবারের অতিথি শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। অনুষ্ঠানের টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই, দেখে মনে হচ্ছে, দর্শক মজানোর সব উপকরণই তাতে মজুত থাকবে। শহিদ যেমন মীরাকে বলছেন, তিনি এখনও তাঁর পুরনো বয়ফ্রেন্ডদের গুণে চলেছেন, মীরাও তেমন সক্কলের সামনে বলে দিচ্ছেন, শহিদের সবচেয়ে যাচ্ছেতাই অভ্যাসের কথা। সব মিলিয়ে এটা পরিষ্কার, সদ্য বাবা মা হওয়া এই দম্পতির রসায়ন এক্কেবারে জমজমাট।-এবিপি আনন্দ
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ