শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৪:০৯

কবে বিয়ে করছেন অনুষ্কাকে? সরাসরি উত্তর দিলেন বিরাট নিজে

কবে বিয়ে করছেন অনুষ্কাকে? সরাসরি উত্তর দিলেন বিরাট নিজে

বিনোদন ডেস্ক : ১ জানুয়ারি নাকি জীবনের বাইশ গজে নতুন ইনিংস শুরু করছে ক্রিকেট ও বলিউডের জুটি। বৃহস্পতিবার সারাদিন ধরে ভারতের একাধিক নিউজ চ্যানেলে, সংবাদমাধ্যমে এবং ইন্টারনেট জুড়ে প্রচারিত হল এমনই চাঞ্চল্যকর খবর।

বিরাট কোহলির সঙ্গে ‘এবেলা’ যোগাযোগ করল এদিন সন্ধ্যায়। বাগ্‌দান হয়ে গেল নাকি আপনার? খবর শুনে হেসেই উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক। বুঝেই উঠতে পারছেন না এমন ‘উড়ো’ খবর ছড়িয়ে পড়ল কীভাবে!  তবে এখনই না হলেও দু’জনেই এই সম্পর্কে যেমন ‘স্টেডি’, তাতে  বাগ্‌দান শুধু সময়ের অপেক্ষা।
এমনিতেই নিউজ চ্যানেল বা সংবাদপত্র থেকে দূরে থাকেন বিরাট। ছুটি কাটাচ্ছেন বলে আরও-ই খবরের দুনিয়া থেকে দূরে। সারাদিন ধরে যে তাঁর বাগ্‌দানের খবর প্রচারিত হচ্ছে টিভি’তে, সেটাই জানতেন না।

বাগ্‌দান নিয়ে আচমকা এমন খবরে কোনও প্রতিক্রিয়া তিনি দিতে চান না। সেই কারণে সারাদিন ধরে দেশের একাধিক চ্যানেলে নতুন ইনিংস শুরু করার খবর রটে গেলেও টুইটারে সেই খবরকে খণ্ডন করে কোনও মন্তব্য তিনি বা অনুষ্কা করেননি।

শুধু ‘এবেলা’কে এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই।
এদিন এমন খবরও চাউর হয়ে যায় যে, দেহরাদূনে নববর্ষেই গোপনে হচ্ছে তাঁদের ‘এনগেজমেন্ট’। আর তাতে হাজির থাকতে দেহরাদূনে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অনিল অম্বানী’রাও। ভারত অধিনায়ককে সেই তথ্য জানানোয় সংক্ষিপ্ত জবাব, ‘‘কে জানে বাবা!  আমার সঙ্গে তো ওঁদের কারও দেখা হয়নি!’’ -এবেলা।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে