বিনোদন ডেস্ক : অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই ফারহান আখতারের সঙ্গে নায়িকাদের লিঙ্ক-আপের লাইন লেগে গিয়েছিল। ‘ওয়াজির’ কো-স্টার অদিতি রাও হায়দরি’র সঙ্গেই নাকি ফারহান চুটিয়ে প্রেমটা করছেন— এমন গুজবে ভড়কে গিয়েছিলেন ফারহান-ভক্ত অনেকেই। কিন্তু চুপিসারে তাঁর প্রেমটা যে আসলে বয়সে অনেকটাই ছোট শ্রদ্ধা কপূরের সঙ্গেই চলছে, সেটা প্রমাণ হয়ে গেল একটা ঘটনায়!
ফারহানের সঙ্গে থাকবেন বলে শ্রদ্ধা ব্যাগপত্তর গুছিয়ে চলে এসেছিলেন ফারহানের সিঙ্গল অ্যাপার্টমেন্টে। শোনা গিয়েছিল, এরপর নাকি তাঁরা অফিশিয়ালি নিজেদের সম্পর্কের কথা জানাতেনও মিডিয়ায়। সম্পর্ক দু’জনের অনেক দিনেরই।
অদিতির পরেই যাঁর সঙ্গে ফারহানের নাম জড়িয়েছিল, তিনি শ্রদ্ধা। তখন অবশ্য ব্যাপারটাকে মিডিয়ার অত্যুৎসাহ বলে কাটিয়ে দিচ্ছিলেন ফারহানের চেনাজানারা। কারণ সেই সময়টায় ‘রক অন টু’র শ্যুটিং করছিলেন দু’জন। আর সহ-অভিনেতার সঙ্গে লিঙ্ক-আপ পাপারাৎজির রোজকার কাজ! কিন্তু পাপারাৎজির উৎসাহ যে নেহাত গাঁজাখুরি ছিল না, সেটাও এবার পরিষ্কার হল বটে! তার উপর দিনকয়েক আগে অর্জুন রামপাল আর মেহর জেসিয়ার সঙ্গে ডিনারেও গিয়েছিলেন ফারহান-শ্রদ্ধা। বেশ ডব্ল-ডেট গোছের ব্যাপার আর কী!
যাই হোক, মেয়ের সঙ্গে ফারহানের সম্পর্ক মোটেই ভাল চোখে দেখছেন না শক্তি কপূর। একে ফারহান শ্রদ্ধার চেয়ে বয়সে বেশ বড় (যদিও সেটা ফারহানের উপর বিরূপ হওয়ার মতো যথেষ্ট জোরদার কারণ নয়)। তার উপর অধুনার থেকে এখনও ডিভোর্স আদায় হয়নি তাঁর। তাছাড়া দুই সন্তানের দায়িত্বও রয়েছে ফারহানের উপর। রক্ষণশীল শক্তির কাছে এগুলোই বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই ফারহানের অ্যাপার্টমেন্টে সোজা পৌঁছে গিয়েছিলেন তিনি। সঙ্গে শ্রদ্ধার মাসি, পদ্মিনী কোলাপুরি। শ্রদ্ধা’কে নিজেদের জুহুর বাড়িতে ফেরত নিয়ে আসতেই গিয়েছিলেন। তিনি নাকি রীতিমতো জোরজার ফলিয়েই মেয়েকে ফিরিয়ে এনেছেন!
যদিও শক্তি পরে একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, তিনি কারও উপর জুলুম করেননি। ‘ওবেলা’র তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘সব মিথ্যে! আমি যতদূর জানি, শ্রদ্ধা ফারহান’কে আঙ্কল বলে ডাকে!’’
এই মন্তব্যের কোনও অর্থ তৈরি হচ্ছে কি না, সেটা শক্তি আর ঈশ্বরই জানেন। তবে শ্রদ্ধাও সেই সময় কোনও ঝামেলা না করে ফিরে এসেছেন বাবার সঙ্গে। ডেটিং তো এক রকম। কিন্তু সিনক্রিয়েট করলে সেলিব্রিটিদের কী হয়, তাঁরা নিশ্চয়ই কঙ্গনা-হৃতিকদের দেখেই বুঝেছিলেন! -এবেলা।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম