শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০২:১৩:৪৫

আজ প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি

আজ প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি

বিনোদন ডেস্ক: বছরের শেষ ইত্যাদি আজ শুক্রবার। বাংলাদেশ টেলিভিশনে বরাবরের মত প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এটি বছরের শেষ ইত্যাদি। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা এবং উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির এবারের পর্বে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাক্ষাৎকার প্রচারিত হবে।

ইত্যাদির নতুন পর্বের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এবারের ইত্যাদিতে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এবার বিদেশি প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর ওপর। বিজয়ের মাস উপলক্ষে এবারের ইত্যাদিতে রয়েছে দেশাত্মবোধক গান। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন এন্ড্রু কিশোর।

ফাগুন অডিও ভিশন নির্মিত ইত্যাদি প্রচার হবে বিটিভির রাত আটটার খবরের পর। অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডেও প্রচার হবে।
৩০ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে