বিনোদন ডেস্ক: আজ শুক্রবার সকাল থেকে এফডিসিতে উৎসবের আমেজ। গতকয়েক সপ্তাহ ধরেই বইছিল এ হাওয়া। তবে আজ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের দিন, তাই আমেজে বাড়তি হাওয়া যোগ হয়েছে।
কারণ একে তো নির্বাচন তার উপর একে একে আসছেন সব পর্দা কাপানো অভিনেতা। এর মধ্যে রয়েছে নব্বইয়ের দশকে সাড়া জাগানো চিত্রনায়ক রুবেল, বাপ্পারাজ, ও বর্তমান সময়ের মারুফসহ অন্যান্যরা।
সকালে অভিনেতা রুবেল এফডিসিতে ঢুঁকতেই সবাই তাকে ঘিরে ধরে। প্রথমে অভিনন্দন পরে সেলফি তোলায় যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। তিনিও ছিলেন প্রাণবন্ত।
কিছুক্ষণ পরে তাকে দেখা যায় কফি খেতে। কফি পান করতে করতে বলেন,‘নির্বাচনের গরমে কফি খান আরামে।’তিনি বলেন, কাজ না থাকলে এফডিসিতে খুব একটা আসা হয় না। আজ এফডিসিতে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে।
একটু মজা হতেই পারে। আমাকে ভক্তরা অনেক দিন পরে পেয়েছেন। তাই অনেকেই আমার সঙ্গে সেলফি তুলতে উৎসাহ দেখাচ্ছেন। আমিও তাতে সায় দেই। ভালোই লাগছে।
আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা থেকে। চলবে বিকাল চারটা পর্যন্ত।
৩০ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর