বিনোদন ডেস্ক: বাংলা ভাষার সেরা ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বছরের পর বছর ধরে মান ও বিনোদনের নানা উপকরণ ধরে রেখেছেন ইত্যাদি। উপভোগ্য এই বিনোদন মূলক অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করেছে খোদ বাংলাদেশ বিষয়ক আমেরিকান অ্যাম্বাসিও।
এই প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে ইত্যাদি নিয়ে যে পোষ্টটি দিয়েছে তা নিচে সরাসরি তুলে ধরা হলো- আজ রাত ৮ টার বাংলা সংবাদের পর চোখ রাখুন বিটিভি-এর পর্দায় বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য! আমাদের প্রচারের পেছনে বিশেষ কারণটি কি?
আমাদের ফেসবুক পেজ খুব সম্প্রতি চল্লিশ লক্ষ ফ্যানের মাইল ফলকটি অর্জন করেছে। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করার জন্য আমাদের ফেসবুক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমরা একটি উৎসব মুখর মিউজিক ভিডিও তৈরী করেছি - যার বিশেষ কিছু অংশ ইত্যাদিতে দেখানোর মাধ্যমে উদ্বোধন করা হবে!
আরো থাকবে জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেতের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট- এর একটি সাক্ষাত্কার ! সম্পূর্ণ মিউজিক ভিডিও টি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ-এ আগামীকাল সকাল ৯ টায়। **ইত্যাদিকে অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ অর্জনের উৎসবে অংশ নেবার জন্য।**
৩০ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর