শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:১৪:২৫

এবার বলিউডের সুপারস্টার সালমানকে বিশেষ উপহার দিবেন পকিস্তানি এক ভক্ত

এবার বলিউডের সুপারস্টার সালমানকে বিশেষ উপহার দিবেন পকিস্তানি এক ভক্ত

বিনোদন ডেস্ক: বলিউডের ছবি দেখানো হোক বা না হোক, বলিউডের তারকারা যে পাকিস্তানিদের মনে পাকাপাকিভাবেই থাকবেন- ফের প্রমাণ হয়ে গেল তা। প্রমাণ দিলেন আলি মালিক নামের এক পাকিস্তানি সালমান-ভক্ত। তাঁর উদ্যোগেই পাকিস্তান থেকে আসছে সালমান খানের জন্মদিনের বিশেষ উপহার।

সম্প্রতি বেশ ধুমধাম করেই পনভেলের খামারবাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে জন্মদিনটি পালন করেছেন সালমান খান। উপহারও পেয়েছেন বিস্তর। কিন্তু আলি মালিকের পাঠানো উপহারটি সম্ভবত টেক্কা দিতে চলেছে নায়কের এবছরে পাওয়া সব জন্মদিনের উপহারকেই!

জানা গিয়েছে, আলি মালিক একটি বিশেষ নম্বর প্লেট পাঠাচ্ছেন সালমানের জন্য। সেই নম্বর প্লেটে লেখা আছে সালমানের জন্মদিনের তারিখ- ২৭/১২। অনেক খুঁজে-পেতে, দুবাই থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় করে এই অভিনব উপহারটি কিনেছেন তিনি। এবার তাঁর ইচ্ছা- উপহারটি সালমানের কাছে পাঠানো!

আলি মালিকের আরও ইচ্ছা- সালমান যেন এই নম্বর প্লেটটিকে নিলামে বিক্রি করে দেন। এবং তার থেকে পাওয়া টাকা ব্যয় করুন সমাজসেবার কাজে। তাহলেই সালমান খান এবং ভারতের জন্য কিছু করার স্বপ্ন সার্থক হবে তাঁর!

আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে কূটকচালি। হালফিলে ভারত এবং পাকিস্তান- দুই প্রতিবেশী দেশের সৌহার্দ্য এসে ঠেকেছে প্রায় তলানিতে। সেই জায়গা থেকে সলমন কি পাক-ভক্তের এই উপহার নির্দ্বিধায় গ্রহণ করতে পারবেন? না কি সেই উপহার বিক্রি করতে পারবেন নিলামে?
দেখা যাক! তার উত্তর সময়ই দেবে!-সংবাদ প্রতিদিন

৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে