শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০১:২৭:১২

যে সব অভিযোগে গ্রেফতার করা হলো তাপস পালকে

যে সব অভিযোগে গ্রেফতার করা হলো তাপস পালকে

বিনোদন ডেস্ক: CBI সূত্রে খবর গৌতম কুণ্ডুর চিটফান্ড ব্যবসায় সরাসরি যুক্ত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেনের প্রমাণও রয়েছে। রোজভ্যালি অ্যাকাউন্টকে জেরায় জানা গেছে, নগদেও টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ। শুধু তাই নয় গৌতম কুণ্ডুকে চিটফান্ডের টাকা টলিউডে ঢালতেও তাপস পালই সাহায্য করেন বলে CBI-এর দাবি।

আজ জেরার সময় সাংসদের বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। ২০১৫ সালে তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাসিতে উদ্ধার হয় প্রচুর নথি। বহু নথিরই কোনও সদুত্তর দিতে পারেননি তাপস পাল। বেশ কয়েকটি প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।-জিনিউজ

৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে