বিনোদন ডেস্ক : ভালোলাগা আর ভালোবাসার গল্প “শুধু তোমারই জন্য”। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটিতে রয়েছে তিনটি লাভস্টোরি। ঠিক তিনটে নয়। মূল গল্প বলতে একটিই। তবে ওই একটি গল্প বলতে গিয়েই ফ্ল্যাশব্যাকে পরিচালক আরও দুটি কাহিনি শুনিয়েছেন। একটি কলকাতা মহানগরের, অন্যটি শৈলশহর দার্জিলিংয়ের।
ছবির কেন্দ্রীয় চরিত্র চারজন। আদি, নয়নতারা, কলি ও সিরাজ। আদি ও নয়নতারা স্বামী স্ত্রী। দু’জনেরই অতীত আছে। সেই অতীতে আছে কলি ও সিরাজ। একসময় আদির জীবনে আনাগোনা ছিল কলির। প্রাণোচ্ছ্বল এক যুবতি। অন্যদিকে নয়নতারাও সিরাজের প্রেমে আসক্ত ছিল। কিন্তু, সময় সঙ্গ দেয় না কারোর। বিয়ে হয়ে যায় আদি ও নয়নতারার। কিন্তু অদি ভুলতে পারে না কলিকে। নয়নতারাও কি সিরাজকে ভুলতে পারে?
এক কথায় ভালোবাসেকে চিনে নেওয়ার গল্প “শুধু তোমারই জন্য”। ভালোবাসা বাঁচিয়ে রাখার গল্প। ভালোবাসা ভুলে যাওয়ার গল্প। ভালোবাসার এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া চারটি মানুষের গল্প।
এই নিয়েই বিরসা দাশগুপ্তের ছবি “শুধু তোমারই জন্য”। ১৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ছবিতে রয়েছেন দেব, শ্রাবন্তী, মিমি ও সোহম। গান গেয়েছেন অরিজিৎ সিং, সোমলতা, শাল্মলি ও শ্রেয়া ঘোষাল।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি