শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ১০:১৫:৪৭

বিয়ে বিষয়ে মুখ খুললেন কঙ্গনা

বিয়ে বিষয়ে মুখ খুললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : আর দেরি নয়! ২০১৭ সালেই বিয়েটা সেরে ফেলবেন বলে ভাবছেন কঙ্গনা রানাউত। এক অনুষ্ঠানে যোগ দিতে এসে নাকি এমনটাই জানিয়েছেন তিনি!

শোনা যাচ্ছে, আগামী বছরেই বিয়ে করার পরিকল্পনা করছেন নায়িকা। তবে গাঁটছড়া বাঁধছেন কার সঙ্গে? সেটা কিন্তু বেমালুম গোপন করেছেন তিনি। মিষ্টি হেসেই এড়িয়ে গিয়েছেন পাত্রের নাম! হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে বিস্তর। সেই কারণে প্রায় গোটা বছর জুড়েই মানসিক অশান্তিতে কাটিয়েছেন কঙ্গনা। কিছুদিন আগেই হৃতিকের সঙ্গে তাঁর আইনি ঝামেলা মিটল। দেখা যাক, এবার মনের মানুষটি মান রাখতে পারেন কি না কঙ্গনার!
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে