শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ১১:২২:১৯

স্বামীর ছবি থেকেই বাদ পড়লেন ‘বুড়ো’ ঐশ্বরিয়া!

স্বামীর ছবি থেকেই বাদ পড়লেন ‘বুড়ো’ ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : ‘লেফটি’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিষেক বচ্চন। বন্ধু বান্টি ওয়ালিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনাও করছেন তিনি। নিজস্ব প্রযোজনার ছবি হওয়ায় ঐশ্বরিয়াও ছবিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু বয়স বেশি হওয়ায় স্বামীর ছবি থেকে বাদ পড়েছেন তিনি।

অভিষেক নায়িকা হিসেবে নতুন এবং কমবয়সী কাউকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। তার মতে, ঐশ্বরিয়া ছবির নায়িকা হওয়ার উপযুক্ত নন। কারণ তার তিনি একটু বেশিই ম্যাচিউর।

'লেফটি' ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভু দেবা।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে