বিনোদন ডেস্ক টুইঙ্কল খান্না-অক্ষয় কুমারের দাম্পত্য অনেক চড়াই উতরাই টপকে এখন শক্তপোক্ত জায়গায় পৌঁছেছে। এক সময় প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয়ের কাজ করা বন্ধ করে দিয়েছিলেন ডিম্পল তনয়া। নিরাপত্তাহীনতার সে সব দিন পেরিয়ে টুইঙ্কল এখন নিজের জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এক সময়ের নড়বড়ে নায়িকা আজ রীতিমত সাহিত্যিক, সংবাদপত্রে নিজস্ব কলামও লেখেন। বৃহস্পতিবার ছিল টুইঙ্কলের জন্মদিন। এই উপলক্ষ্যে টুইটারে একটি পোস্ট করেছেন অক্ষয়।
এই বলি দম্পতি এখন দুই সন্তানকে নিয়ে কেপ টাউনে ছুটি কাটাচ্ছেন। টুইঙ্কলের প্রযোজনায় এ বছরই বাজারে আসতে চলেছে সামাজিক বিষয় নিয়ে একটি ছবি। মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম