বিনোদন ডেস্ক: নিজের ছবি দেওয়া বিজ্ঞাপনের হোর্ডিং দেখে চমকে গেলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ‘ফ্যাশন হাব’ নামে একটি পোশাকের দোকানের হোর্ডিংয়ে সিদ্ধার্থের ছবি ব্যবহার করা হয়েছিল। কিন্তু দেখা যায়, হোর্ডিংটিতে একাধিক বানান ভুল। ছবিটি ইন্টারনেটে দেখে চমকে যান সিড নিজেই।
পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটি শেয়ারও করেন। ভুল বানানগুলো উল্লেখ করে লেখেন, ‘কেউ কিছু বুঝতে পারছেন? দারুণ হোর্ডিং। ’ সিদ্ধার্থের এই পোস্টটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই হাসি চাপতে পারেননি। এখনও অবধি ছবিটিতে ৭০ হাজার লাইক পড়েছে। আর টুইটারে লাইক পড়েছে ১৩০০–রও বেশি। - আজকাল
১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ