রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০৩:৪৯:০৮

আবার ‘বিস্ফোরক’ কঙ্গনা!

আবার ‘বিস্ফোরক’ কঙ্গনা!

বিনোদন ডেস্ক: খবরের শিরোনামে থাকার জন্য সারাবছরই সেলেবদের ইঁদুর-দৌড় লেগেই থাকে৷ তবে কঙ্গনাকে যেন সে ব্যাপারে বিশেষ পরিশ্রম করতে হয় না৷ ২০১৬ তে সারাবছই সুপারহিট এই বলিউডি নায়িকা৷ তর্ক-বিতর্ক-সমালোচনা তে বারবারই উঠে এসেছে তাঁর নাম৷তবে এবার তিনি যা বললেন তা যেন একটু চমকে দেওয়ার মতোই৷

এর আগে তাঁর ইংলিশ ভালো করে না বলতে পারার স্বীকারোক্তি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল৷ আর এবার তিনি মুখ খুললেন তাঁর কেরিয়ার নিয়ে৷ গ্যাংস্টার ছবিতে অভিনয় করে যিনি সাড়া ফেলে দিয়েছিলেন, তাঁর কাছেই নাকি এসেছিল অ্যাডাল্ট ছবিতে কাজ করার প্রস্তাব৷ এক টক শো-তে তিনি তেমনই কিছু বক্তব্য শেয়ার করে নেন দর্শকদের সঙ্গে৷

তিনি জানান, গ্যাংস্টার ছবির প্রস্তাব পাওয়ার পর তার মনে হয়েছিল এমন একটি ছবিতে কাজ করা বোধ হয় সঠিক সিদ্ধান্ত হবে না, কিন্তু তার পরেও তিনি এই ছবিতে কাজ করেন৷ আর এরপর তিনি একটি ফোটোশ্যুটের কাজ করতে গিয়ে, প্রস্তাব পান একটি অ্যাডাল্ট ছবির৷ শেষমেশ সেই ছবিতে কাজ করেননি৷ আর সেজন্য তাকে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়েছিল৷

কিন্তু তিনি এটাও জানিয়েছেন গ্যাংস্টার ছবিতে অভিনয়ের সুযোগ না এলে, তিনি হয়তো এমন ধরনের ছবিতে অভিনয় হয়তো করতে পারতেন৷ আর তাঁর এই কথা নিয়েই গুঞ্জন শুরু বিনোদন জগতে।

উল্লেখ্য, গ্যাংস্টারের পর আর ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে৷ একের পর এক ছবি, সঙ্গে জাতীয় পুরস্কারও উঠে এসেছে তাঁর ঝুলিতে৷ আর এখন তিনি ব্যস্ত রেঙ্গুন’, ‘রানি লক্ষ্মীবাই’ এবং সিমরন’ ছবি নিয়ে৷২০১৭ সালেও যে তিনি বক্স-অফিসে নিজের ছাপ রেখে যাবেন, এমনই প্রত্যাশা তাঁর ভক্তদের৷-কলকাতা২৪

১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে