রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০১:৩৭:৪৬

তাপস একা নন, তার সঙ্গে যেতেন এক ‘অভিনেত্রী’! কে তিনি?

তাপস একা নন, তার সঙ্গে যেতেন এক ‘অভিনেত্রী’! কে তিনি?

বিনোদন ডেস্ক : ২০১৬ সালের শেষটা ভাল হয়নি তাপস পালের। ৩০ ডিসেম্বর প্রথমে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই কর্তারা। জেরায় অসঙ্গতি থাকার কারণে সেদিনই গ্রেফতার হন তিনি। পরের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হলে বিচারকের সামনে কেঁদে ফেলেন তিনি। আপাতত তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতে রাখা হয়েছে।

এর মধ্যেই উঠে এসেছে তাপস-ঘনিষ্ঠ এক অভিনেত্রীর প্রসঙ্গ। সিবিআই অফিসারদের অভিযোগ, তাপস পালের সঙ্গে প্রায়শই রোজভ্যালির দফতরে যেতেন সেই অভিনেত্রী এবং দীর্ঘক্ষণ মিটিং করতেন রোজভ্যালি-কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে। এই ঘটনার তথ্যপ্রমাণও সিবিআইয়ের হাতে রয়েছেয় অভিনেত্রীর নাম এখনই প্রকাশ করেনি সিবিআই কিন্তু তদন্তের প্রয়োজনে তাঁকেও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

এছাড়া তাপস পালের বিরুদ্ধে সই নিয়ে বিভ্রান্ত করারও অভিযোগ উঠেছে। রোজভ্যালির বিভিন্ন নথিপত্র ঘেঁটে সিবিআই কর্তারা দেখেছেন এক এক জায়গায় এক এক রকম সই করেছেন তাপস। মোট দু’তিনরকম সই পাওয়া গিয়েছে তৃণমূল সাংসদের। কেন তিনি এভাবে সই করতেন সেই নিয়েও তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

এছাড়া রোজভ্যালির অফিসে একটি গোপন কুঠুরিরও সন্ধান পাওয়া গিয়েছে যেখানে তাপস পালের খসড়া করা কিছু চিঠিও রয়েছে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজও সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা গেছে। -এবেলা।
০১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে