রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০৪:২৬:৪৪

আমিরের পর এবার বাবার ভূমিকায় সালমান খান!

আমিরের পর এবার বাবার ভূমিকায় সালমান খান!

বিনোদন ডেস্ক : আমির খানের পথেই হাটতে চলেছেন সালমান খান। পরের ছবিতে ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটি পরিচালনা করছেন রেমু ডিসুজা। হলিউডের জনপ্রিয় ছবি ‘‌স্টেপ আপ’–এর  অনুকরণে তৈরি হচ্ছে ছবিটি। একটি মেয়ের ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ ও লড়াই নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি।

তবে ছবিটির জন্য প্রচণ্ড খাটনি করতে হচ্ছে সালমানকে। সালমান পিঙ্কভিলা ডটকমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বয়সে একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। এই ছবির জন্য আমাকে প্রায় ১৮ কেজি ওজন কমাতে হবে। ব্যয়ামের খাটনি যেমন আছে, তেমনই আছে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ।

খাবার টেবিলে আগের মতই রাজকীয় খাবারের আয়োজন থাকছে, কিন্তু ততটুকুই খাচ্ছেন সালমান, যতটা খাবার তার সারাদিনের ক্যালোরির মাপ বজায় রাখতে রাখা দরকার। বলছেন ‘খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই তো। আমি চাই পর্দায় আমাকে ভালরকম বিশ্বাসযোগ্য দেখাক। না হলে দর্শকের সামনে দাঁড়াবো কী করে?‌ সেই চরিত্রের প্রয়োজনেই এত নিয়ম মানতে হচ্ছে আমাকে।‌’‌  
০১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে