বিনোদন ডেস্ক: সিনেমা ‘রাত্রির যাত্রী’ এখনো মুক্তির মিছিলে আছে। তবে প্রচার প্রচারণার দিক থেকে অন্য অনেক বিগ বাজেটের ছবির থেকে এগিয়ে আছে। ছবিটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুণা ভক্ত- দর্শকরা জানান, রাত্রির যাত্রীকে নিয়ে যেভাবে সারাদেশের জেলা উপজেলার সহযাত্রী বন্ধুরা নিজেদের সিনেমা মনে করে কাজ করছেন তা রীতিমত একটি নতুন ঘটনা বলা চলে আমাদের দেশে। এভাবে কোনদিন কেউ সিনেমা নিয়ে প্রচারনায় এগিয়ে আসেন নাই। শুধু দেশেই নয় রাত্রির যাত্রী প্রচারণা চলছে দেশের বাইরেও। প্রবাসী বন্ধুরাও রাত্রীর যাত্রীকে আপন সিনেমা মনে করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রাত্রির যাত্রী এখন শুধু আর একটি সিনেমার নাম নয়। রাত্রির যাত্রী এখন একটি সামাজিক সংগঠন হয়ে গেছে। জেলায় জেলায় পাড়া মহল্লায় রাত্রির যাত্রী সিনেমা নিয়ে মত বিনিময় সভা হচ্ছে। বন্ধু সম্মেলন হচ্ছে। সহযাত্রী বন্ধুদের মিলন মেলা হচ্ছে। আর এই সবকিছুই হচ্ছে রাত্রির যাত্রীর সহযাত্রী বন্ধুদের আন্তরিক ভালোবাসার জন্য।
অনলাইন প্রচারণায় সহযোগি সহযাত্রী সেচ্ছাসেবীরা জানান, সিনেমার পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিবের প্রতি সবার ভালোবাসা অনেক। সবাই পরিচালকের ভালোবাসার টানে ছুটে আসছেন। সবাই বলছেন, হাবিবুল ইসলাম হাবিব যেভাবে সিনেমার জন্য সবার সাথে যোগাযোগ করে চলেছেন তা কেউ করেন না।
পরিচালক প্রযোজক হাবিবুল ইসলাম হাবিবের কোন অহংকার নাই। নাই কোন ভাবসাব। ছোটবড় সবার ডাকেই তিনি সাড়া দিয়ে চলেছেন। তাছাড়া তিনি শুধু নিজের সিনেমা রাত্রির যাত্রীর জন্যই কাজ করেন না, হাবিবুল ইসলাম হাবিব দেশের সবার সিনেমার প্রতি আন্তরিক। তিনি সবার সিনেমাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে চলেছেন। দেশের সিনেমার উন্নয়নে হাবিবুল ইসলাম হাবিব নিবেদিতপ্রাণ।
০১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস