রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০৬:২৮:১০

কাছের বন্ধুরা কখনও পেছন থেকে ছুরি মারবে না: সানি লিওন

কাছের বন্ধুরা কখনও পেছন থেকে ছুরি মারবে না: সানি লিওন

বিনোদন ডেস্ক: সানি লিওন সিনেমা দিয়ে এখনও নিজের আসন পাকা করতে না পারলেও আইটেম গানি সানির চেয়ে জনপ্রিয় এই মুহূর্তে বিটাউনে কেই নেই।

সানির আইটেম গানে মুগ্ধ হয়ে বলিউড কিং শাহরুখ খানও তার সঙ্গে কোমর দুলিয়েছেন। শাহরুখের পরবর্তী সিনেমা 'রইস' এ 'লায়লা ম্যায় লায়লা' শিরোনামের একটি আইটেম গানে নেচেছেন সানি লিওন।

গানটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি দেখা গানের তালিকায় জায়গা করে নিয়েছে। শরীরী যাদুতে মুগ্ধ করে এবার দার্শনিক কথাতেও মুগ্ধ করছেন সানি।
 
গত বুধবার সানি লিওনের একটি টুইট হঠাৎই ভাইরাল হয়ে যায়। সমীর নামে এক ভক্ত সানিকে টুইটে প্রশ্ন করেন, কেউ যদি আপনার ছবি নিয়ে অসম্মান করে, তাহলে আপনি কীভাবে সামলাবেন।
 
সমীর এ অভিনেত্রীকে আরও প্রশ্ন করেন, আপনার খুব কাছের মানুষ যদি প্রতারণা করে, তাহলে আপনি কী করবেন?
 
ভক্তের এমন প্রশ্নে সানি লিওন বলেন, আমার কাছের বন্ধুকে কখনও পেছন থেকে ছুরি মারবে না। যদি এমন ঘটে, তাহলে তারা কোনোদিনই আমার বন্ধু ছিল না। এদের বাইরেও পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছেন, যারা আমার কাছের বন্ধু হতে পারে।
০১ জানুয়ারী,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে