সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ০৭:১২:২০

কণ্ঠশিল্পী আসিফের গান চুরি করলেন এ আর রহমান!

কণ্ঠশিল্পী আসিফের গান চুরি করলেন এ আর রহমান!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গান নকল করেছেন বলিউডের অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর এ আর রহমান। সোমবার আসিফ আকবর তার ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন। তবে এ আর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি আসিফ। কোনো ঝামেলা না করারও ঘোষণা দিয়েছেন তিনি।
 
আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, ২০০৩ সালে বাংলাদেশের গায়ক প্রীতমের কথা ও সুরে গাওয়া ‘তুমি নেই বলে’ গানটি সরাসরি কপি করেছেন এআর রহমান। বলিউড সিনেমা 'ওকে জানু' তে 'তু জো নেহি' শিরোনামের গানটিই আসিফের গাওয়া 'তুমি নেই বলে' গানের কপি।

আসিফ আরো লিখেছেন, আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম 'ওকে জানু'। গানের টাইটেল 'তু জো নেহি'। মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান। ২০০৩ সালে প্রীতমের কথা সুরে আমার গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারণ এ আর রহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।
 
তিনি লেখেন, মাইক্রোফোনের সামনে দাঁড়াবো আগামী সপ্তাহে। তারপরের সিনেমা দেখতেই থাকবে আসিফিয়ানরা। ২০১৭ হবে একান্তই আমার। ইতিহাস বদলে দেয়ার জন্য নয়, ইতিহাস সৃষ্টির জন্য গাইবো। আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সেরা চ্যালেঞ্জ ২০১৭। ফুরিয়ে না যাওয়া আসিফের প্রমাণের বছর, বেশি দিন অপেক্ষা করতে হবে না, বারুদে দেশলাইয়ের আগুন প্রয়োজন হবে না, এমনিতেই জ্বলবে।

০২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে