বিনোদন ডেস্ক : একেই বোধহয় বলে, 'ব্যাক উইথ আ ব্যাং'। দু'বছরের প্রিপারেশনের পর পরীক্ষা দিয়েছিলেন আমির খান। মার্কশিট বলছে তিনি ফুল মার্কস পেয়েছেন। কারণ বক্স অফিসে এখন শুধুমাত্র চলছে আমিরি 'দঙ্গল'। খবর এবিপির।
প্রথম তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়াই একটা বড় বেঞ্চমার্ক ছিল। সেকেন্ড উইকেন্ডে ফের রেকর্ড গড়ল ছবিটি। ডোমেস্টিক কালেকশন থেকে ঘরে তুলল ২৭০ কোটি টাকা। গোটা বিশ্বের অঙ্ক ধরলে তা ছাড়িয়ে গিয়েছে ৪০০ কোটির বেঞ্চমার্ক। পরিচালক নীতীশ তিওয়ারি পর্দায় কুস্তিগীর মহাবীর সিং ফোগতের গল্প বলেছেন। বাস্তবে কুস্তিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন মহাবীর দুই মেয়ে গীতা ও ববিতাকে বিশ্বমানের খেলোয়ার তৈরি করতে চেয়েছিলেন।
তিনি সফল। মহাবীরের এই কঠিন লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির খান। ২০১৬ সালে বক্স অফিস কালেকশনে 'দঙ্গল'-এ ঠিক পরেই রয়েছে সালমান খানের 'সুলতান'। ছবিটির ডোমেস্টিক কালেকশন ৩০০ কোটির কিছু বেশি।
০২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস