মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ১১:৪২:৩৮

গুরুতর অভিযোগে কারিনার ভক্ত গ্রেফতার

গুরুতর অভিযোগে কারিনার ভক্ত গ্রেফতার

বিনোদন ডেস্ক : প্যারামিলিটারি ট্রুপার হিসেবে ভারতের ছত্তিশগড়ে কাজ করেন মনীষ তিওয়ারি। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ভীষণ ভক্ত ২৬ বছরের এই যুবক। তবে সোমবার মুম্বাইয়ের সাইবার পুলিশ এই কারিনা ভক্তকে গ্রেফতার কার হয়েছে।

মনীষের বিরুদ্ধে অভিযোগ, কারিনার আয়কর অ্যাকাউন্ট হ্যাক করে তার হয়ে ডিক্লেরেশন ফাইল করেছেন তিনি।

ফোন নম্বর খুঁজতে গিয়ে ২০১৬ সালের অাগস্ট মাসে ইন্টারনেটে কারিনার আয়কর হিসেবের তথ্য পান মনীষ। সেটা দিয়ে কারিনার আয়কর অ্যাকাউন্ট হ্যাক করে ২০১৬-১৭ সালের ডিক্লেরেশন আপলোড করে দেন মনীষ।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে