মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ১২:৪৩:২৯

আজ নতুন কী বোমা ফাটাবেন অভিনেতা তাপস পাল, সবার নজর সেদিকেই

আজ নতুন কী বোমা ফাটাবেন অভিনেতা তাপস পাল, সবার নজর সেদিকেই

বিনোদন ডেস্ক: ভারতের রোজভ্যালি কাণ্ডে যা বলার আজ আদালতে বলবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকালই ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন তাপস পাল। তৃণমূল সাংসদের তিন দিনের CBI হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ। আজই তাঁকে  ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করবে CBI। নতুন কী বোমা ফাটাবেন তৃণমূল সাংসদ? সবার নজর এখন সেদিকেই ।

অন্যদিকে, রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপকে জেরা করতে প্রস্তুত CBI। ইতিমধ্যেই তৈরি ১০ প্রশ্নের তালিকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাংসদ প্রভাব খাটিয়ে রোজভ্যালিকে ব্যবসা বাড়ানোয় সাহায্য করেন সুদীপ। চিফফান্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় নজরদারি সংস্থার আতসকাচ থেকে রোজভ্যালিকে আড়াল করতে সক্রিয় ছিলেন তিনি। দিল্লিতে নিজের ফ্ল্যাটে একাধিকবার গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেন। অভিযোগ, রোজভ্যালির সঙ্গে তাঁর মোটা টাকার লেনদেন হয়। বিভিন্ন সময়ে রোজভ্যালির গাড়িও সুদীপ ব্যবহার করেন বলে অভিযোগ। CBI-এর মুখোমুখি হয়ে এসব অভিযোগেরই  উত্তর দিতে হবে তৃণমূল সাংসদকে। -জি নিউজ।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে