মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ১২:৫৭:১৯

কাবালির আনকাট দৃশ্যে অনলাইনে ঝড়

কাবালির আনকাট দৃশ্যে অনলাইনে ঝড়

বিনোদন ডেস্ক : ‘কাবালি’ উন্মাদনার পর এবার সিনেমাটির আনকাট কিছু দৃশ্য ঝড় তুলেছে অনলাইনে। সুপারস্টার রজনীকান্তের এ সিনেমা নিয়ে শুরু থেকেই বেশ জল্পনা-কল্পনা ছিল। মুক্তির পর রূপালি পর্দায় সিনেমাটির নানা দৃশ্য তুলে আসল ঝড়।
 
বক্স অফিসে সাফল্যের দিক থেকে এ বছর 'কাবালি' রয়েছে তিন নম্বরে। বছর শেষে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’ আর্থিক সাফল্য পেয়েছে সবচেয়ে বেশি। আর দ্বিতীয় স্থানে রয়েছে সালমান খানের ‘সুলতান’।
 
এদিকে ‘কাবালি’ থেকে বাদ পড়া দৃশ্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ সিনেমার পরিচালক পা রঞ্জিতের কাছে গোটা সিনেমাটিই ছিল একটা ইমোশনাল জার্নি। মুক্তির পর পরই টিম ‘কাবালি’ প্রমিস করেছিল যে দৃশ্যগুলি মূল ছবিতে রাখা গেল না তা পরে প্রকাশ করা হবে। -আনন্দবাজার।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে