বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলির সময় যাচ্ছে টানা ব্যস্ততার মাধ্যমে। এ মুহূর্তে তার অভিনীত একসঙ্গে চারটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। এছাড়াও রয়েছে খণ্ড নাটকের কাজ।
মিলি অভিনীত ধারাবাহিকগুলো হলো- হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ও মাজহারুল ইসলামের পরিচালনায় ‘একজন মায়াবতী’, অরণ্য আনোয়ারের ‘দহন’, মারুফ মিঠুর ‘তিনি আসবেন’ এবং বাশার জর্জিসের ‘উজান গাঙের নাইয়া টু’।
মিলি বলেন, নাটকগুলোর কাজে নিয়মিত সময় দিতে হচ্ছে। টানা শুটিং চলছে। যে কারণে অন্য কোন কাজ করতে পারছি না। বাসা আর শুটিং স্পট এ দুই জায়গাই এখন একমাত্র ঠিকানা।
মিলি অভিনীত আলভী আহমেদের পরিচালনায় ‘শূন্য থেকে শুরু’ নামের ধারাবাহিকটি আরটিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া শিগগিরই কয়েকটি খণ্ড নাটকের কাজও করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে আগামী বিজয় দিবস উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করার কথা রয়েছে তার।
এ প্রসঙ্গে মিলি বলেন, এখন তো বেশি ধারাবাহিক নাটকের শুটিংয়েই সময় দিচ্ছি। তবে সামনে কিছুদিনের মধ্যে বিজয় দিবস উপলক্ষে নাটকের কাজ করবো। স্ক্রিপ্ট এখনও হাতে পাইনি। তবে কয়েকজন নির্মাতার সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। আশা করছি শিগগিরই সব চূড়ান্ত হবে।
নাটকে অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারে একটিমাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন মিলি। এর পর আর কোন ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে। টিভি নাটকের ব্যস্ততা, সংসার, ছেলে এসবের পেছনে সময় দিতে গিয়ে আর চলচ্চিত্রে কাজ করার কথা থাকলেও সেটা হয়নি মিলির। বিশেষত ছেলে এখনও ছোট বলে প্রস্তাব থাকা সত্ত্বেও টিভি নাটকের বাইরে চলচ্চিত্রের কোন কাজ করছেন না আপাতত।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন