বিনোদন ডেস্ক : করণ–অর্জুন হতে চলেছে বিগ বস ১০। সালমানের সঞ্চালনায় এই শো ইতিমধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে। এই শো–তেই নিজের আন্ডারওয়ার্ল্ড থ্রিলার ‘রইস’–এর প্রচার সারতে চলেছেন শাহরুখ। আর সেই সূত্রেই আবার পাশাপাশি করণ–অর্জুনের তারকারা।
সূত্রের খবর, এ মাসের শেষ দু’টি শো–তে তাদের দেখা যাবে। রইসের নাচের তালে তালে পাও মেলাবেন তারা। আগের সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে বিগ বসে যেতে চেয়েছিলেন শাহরুখ। শেষ পর্যন্ত পিছিয়ে যান। কারণ, তিনি চাননি সিনেমার মূল অভিনেতা আলিয়া ভাট–এর ওপর থেকে নজর সরে যাক।
কারণ এই ডিয়ার জিন্দেগিতে শাহরুখ পার্শ্বচরিত্র মাত্র। শেষ পর্যন্ত একাই বিগ বস ১০–এ গিয়েছিলেন আলিয়া। বিগ বসের সেটে শেষবার গিয়েছিলেন আগের সেশনে। সেবার কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’র প্রচার সেরেছিলেন শাহরুখ।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস