বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ০২:০২:১৬

এবার তাপস পালের মেয়ে সোহিনীকে জেরা CBI এর

এবার তাপস পালের মেয়ে সোহিনীকে জেরা CBI এর

বিনোদন ডেস্ক: বাপ মেয়ে দুজনকেই ম্যারাথন জেরা সিবিআইয়ের। ৩১ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল সাংসদ তাপস পাল। কলকাতা থেকে গ্রেফতার করার পর তাঁকে নিয়ে রাতেই ভুবনেশ্বর চলে যায় সিবিআইয়ের অফিসাররা। সেখানেই সিবিআই তলব পান সাংসদ তাপস পালের মেয়ে সোহিনী পাল।

এই নিয়ে দুবার সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তাপস তনয়া সোহিনী। তাপস পালের মেয়ে সোহিনীর অ্যাকাউন্টে টাকার লেনদেন এবং রোজভ্যালি সংক্রান্ত নথি জানতেই তাঁকে বারবার জেরা করছে সিবিআই।

উল্লেখ্য আজ কলকাতা থেকে গ্রেফতার হন তৃণমূলের আরও এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকেও ওড়িশা নিয়ে যাওয়ায়ার পরিকল্পনা শুরু করেছে সিবিআই। সাংসদ তাপস এবং সুদীপ দুজনকে মুখোমুখি জেরা করার কথাও ভাবছে সিবিআই।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ রাতেই ভুবনেশ্বর যাবে সিবিআই দল। অন্যদিকে তাপস পালকে আরও তিন দিন সিবিআই হেফাজতের আর্জি মঞ্জুর করেছে আদালত। ৬ জানুয়ারি পর্যন্ত  সিবিআই হেফাজতেই থাকবেন তাপস পাল।-জিনিউজ

০৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে