বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ সজল। প্রথমবারের মত তিনি অভিনয় করলেন বড়পর্দার বাণিজ্যিক ছবিতে। তিনি তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ সিনেমাতে। তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী নাগ।
এদিকে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (১৬ অক্টোবর)। ছবিটি দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এটি সজলের সেঞ্চুরী বলে অনেকেই মন্তব্য করছে।
জানা গেছে, ‘রানআউটে’র গল্প, নির্মাণশৈলী আর নাচ-গান-এ্যাকশন, পোস্টার সমালোচনা মিলিয়ে আগাম আভাস দিচ্ছে ছবিটি ব্যবসা সফল হবে।
ছবিটি প্রসঙ্গে সজল জানান, শুক্রবার পর্যন্ত আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহেও সম্পৃক্ত হতে পারে ছবিটি।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল। অভিনয়ে যেমন সজল বৈচিত্র আনার চেষ্টা করেছেন তেমনি পোশাকেও এনেছেন ভিন্নতা। পরিচালক তন্ময় তানসেনের নির্দেশনায় নিজেকে ‘রানআউট’ চলচ্চিত্রে তুলে ধরেছেন একেবারেই নতুন রূপে।
সজল বলেন, ‘চলচ্চিত্র আমার স্বপ্নের জায়গা। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের প্রত্যেকের কাছেই আমার মনে হয় চলচ্চিত্র স্বপ্নের মতো।’
‘রানআউট’ ছবিতে সজলের ও মৌসুমী নাগ ছাড়াও আরো আছেন রোমানা স্বর্ণা, তারিক আনাম খান, ওমর সানী, নায়লা নাঈম প্রমূখ।
ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিকুল ইসলাম পল্টু। এটি প্রযোজনা করেছেন সাদাত মাহমুদ তানভীর। সংগীত পরিচালনায় ব্যান্ড ভাইকিংস।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন