বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ০২:১৮:৩১

৫০ বছর বয়সে মা হলেন এই অভিনেত্রী

৫০ বছর বয়সে মা হলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : পঞ্চাশ বছর বয়সে মা হলে মাইকেল জ্যাকসনের বোন ও পপ সঙ্গীত তারকা জেনেট জ্যাকসন। স্থানীয় সময় বুধবার তার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেনেট জ্যাকসনের প্রচার এজেন্ট।

বিবিসি জানায়, এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেট জ্যাকসনের এজেন্ট জানায়, পপ তারকা ও তার কাতারের ব্যবসায়ী স্বামী উইসাম আল মানা তাদের প্রথম সন্তান ইসা আল মানা'র জন্মতে উচ্ছ্বাসিত।
 
জেনেট কোন রকম সমস্যা ছাড়াই এক সুস্থ ছেলের জন্ম দিয়েছেন এবং তিনিও সুস্থ আছেন। তার গর্ভের বিষয়টি প্রথম জানা যায় গত বছর এপ্রিলে। এ সময় তিনি তারা অবিচ্ছিন্ন ট্যুরের পরিকল্পনা পিছিয়ে দেয়ার ঘোষণা দেন। এ সময় টুইটার এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুর পিছিয়ে দিয়েছি। হঠাৎ করেই পরিবর্তন আনতে হয়েছে।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে