বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ০২:৫৫:০৮

শুভ জন্মদিন মিশা সওদাগর

শুভ জন্মদিন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন আজ ৪ ডিসেম্বর। ১৯৬৬ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন মিশা। তার পুরো নাম শাহীন হাসান মিশা। ১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের জন্য নায়ক হওয়ার জন্য পরীক্ষা দেন।

এরপর ১৯৮৯ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর শুরু হয় তার সফল পথচলা। এরই মধ্যে ৮শ’র বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। এবারের জন্মদিনে পরিবারকে সময় দিচ্ছেন মিশা। তবে খুব বেশি বড় আয়োজন করে জন্মদিন পালন করছেন না এই অভিনেতা।

মিশা জানান, তিনি সন্ধ্যার পর পরিবারকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবেন। তাছাড়া কাছের আত্মীয়-পরিজন তাকে উইশ করছেন। তিনি সকলের ভালোবাসায় সিক্ত।  

পর্দায় খারাপ লোক হলেও বাস্তব জীবনে অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতা। দুঃখী মানুষের পাশে সবসময়ই থাকেন জনপ্রিয় এই অভিনেতা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি।  
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে