বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ১০:০১:২৩

এআর রহমানের কেটে ফেলে দেয়া নখের যোগ্য আমি নই : আসিফ

এআর রহমানের কেটে ফেলে দেয়া নখের যোগ্য আমি নই : আসিফ

আসিফ আকবর : সম্মানী মানুষকে সম্মান জানানোর মাধ্যমেই শুধুমাত্র নিজেকে সম্মানিত ভাবা যেতে পারে । গতকাল আমি শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের ব্যাপারে আমার একটি গান কপি করার কথা উল্লেখ করেছিলাম। ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি। লেখার কোন জায়গায় উনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি। শ্রদ্ধেয় এ আর রেহমান বীর দিগ্বীজয়ী মিউজিশিয়ান, উনার কেটে ফেলে দেয়া নখের যোগ্যতাও আমার নেই। উনার প্রতি অসম্মান দেখানো্র মত ধৃষ্টতাও আমার নেই।

আমি,অনুসন্ধানী সাংবাদিক কিংবা ফ্যানরা এই ব্যাপারটা নিয়ে রি-এ্যাক্ট করেছেন। আমি অনেকগুলো মিডিয়ার মুখোমুখি হয়েছি, কারো কাছেই বাজে ভাবে মন্তব্য করিনি। আমরা কেউই ইউটিউব বিশেষজ্ঞ নই। যা দেখা গেছে তাই নিয়ে সাময়িক হৈচৈ হয়েছে। এখানে তৃতীয় একটা পক্ষ এই অনৈতিক কাজটা করেছে এ আর রহমান স্যারের নাম ভাঙ্গিয়ে। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমি নিজেই বিব্রত।

ফোনে, ইনবক্স মেসেঞ্জারে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা প্রকৃত তথ্য জানিয়ে লিখেছে, এটা ‘ওকে জানু’ ছবির অফিসিয়াল ট্র্যাক নয়। যারা জানিয়েছেন তাদের ওপর আমার ভরসা আছে। লাভের মধ্যে লাভ হয়েছে একটাই –উনার মত একজন মহান মিউজিশিয়ানের সাথে আমার ছবি ছাপা হয়েছে। আমার কিছু ফ্যান আমার প্রতি অতিরিক্ত ভালবাসা দেখাতে গিয়ে যাচ্ছে তাই মন্তব্য করে পোষ্ট দিয়েছে, যেগুলোতে আমাকে হিরো ভাবা হয়েছে। তোমাদের অতিরঞ্জিত কিংবা মাত্রাতিরিক্ত ভালবাসা আমার জন্য ক্ষতির কারন হতে পারে। সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় এ আর রহমান স্যারকে যথাবিহীত সম্মান জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ।
০৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে