বিনোদন ডেস্ক: নাট্য নির্মাতা সাগর জাহান সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি প্রথম দর্শনে মনে হবে সাধারণ কেউ। সাদামাটা চেহারা। কিন্তু একটু ভালোভাবে খতিয়ে দেখলে বোঝা যায়, এ সাধারণ কেউ নয়। এটি মোশাররফ করিমের ছবি। ভিন্ন চেহারায় মোশাররফকে দেখলেই ভিমড়ি খেতে হয়।
পর্দায় জনপ্রিয় মুখ মোশাররফ করিম। বিচিত্রসব চরিত্রে অভিনয় করেছেন। কমেডিকে অন্য উচ্চতা্য় নিয়ে গেছেন তিনি।
নির্মাতা সাগর জাহানের অনেক নাটকেই মোশাররফ করিমকে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি সাগরে জাহানের আরেকটি ধারাবাহিকে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে তাকে নতুন রূপে দেখা যাবে।
জনপ্রিয় নাটক সিকান্দার বক্স নির্মাতা সাগর জাহানের এ নাটকে মেহেদী রঙে চাপ দাড়িওয়ালা এক বৃদ্ধকে ফুটিয়ে তুলবেন তিনি। এরই মধ্যে নতুন এই সিরিয়াল ‘ল্যাম্প পোস্ট’র’ শুটিং শুরু হয়েছে। এই নাটকেই মোশাররফ করিমকে ভিন্ন চেহারায় দেখা যাবে।
উল্লেখ্য, মোশাররফ করিম অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি ৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা ও সর্বশেষ অজ্ঞাতনামা। সেরা অভিনয় শিল্পী হিসেবে অনেকবার মেরিল প্রথম আলো পুরষ্কার পেয়েছেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর