বিনোদন ডেস্ক : ইরেজি বর্ষবরণের রাতে ভারতের বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। কড়া সমালোচনা করেছে বলিউডও। এ বার মুখ খুললেন অক্ষয় কুমার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে এই ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি। একহাত নিয়েছেন তাদের, যারা মহিলাদের সে দিন শ্লীলতাহানি করেছিল। তীব্র সমালোচনা করেছেন সেই সব মানুষদের, যারা মহিলাদের পোশাক নিয়ে কটুক্তি করেছেন। মহিলাদের পোশাক নিয়ে কেউ কোনও খারাপ মন্তব্য করলে, তার প্রতিবাদ করার পরামর্শও দিয়েছেন অক্ষয় কুমার।
অক্ষয় বলেন, ''একজন মানুষ হিসেবে আমি লজ্জিত। আমি নিজে মেয়ের বাবা। যদি নাও হতাম, তাও বলতাম এমন ঘটনা যে সমাজে ঘটে, সেই সমাজের কোনও অধিকার নেই মানুষের সমাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার।'' এখানেই থেমে থাকেননি তিনি।
এই ভিডিওতে অক্ষয় মহিলাদের জন্যও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, '' আপনারা কখনও ছেলেদের থেকে নিজেদের দুর্বল ভাববেন না। সুরক্ষার জন্য আপনি নিজেই নিজের যোগ্য হয়ে উঠতে পারেন। মার্শাল আর্টে এমন কিছু টেকনিক আছে যা দিয়ে ছেলেদের কাবু করা যায়। কারও ক্ষমতা নেই আপনার ইচ্ছা ছাড়া আপনার গায়ে হাত দেবে। ভয় পাবেন না। আপনি কারও থেকে কম নন।''
০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস