বিনোদন ডেস্ক : টুইটারে পাপারাৎজির উদ্দেশে শাহিদ লিখেছেন, ‘মাত্র দু’ফুট দূরত্ব থেকে ২০টা ক্যামেরার ফ্ল্যাশবাল্বের ঝলকানি যে বাচ্চার চোখের ক্ষতি করতে পারে, সেটা বোঝার মতো বুদ্ধিও নেই আলোকচিত্রীদের।
মেয়ে মিশার ব্যাপারে যে কাউকে ছেড়ে কথা বলবেন না, তা বুঝিয়ে দিলেন শাহিদ কপূর।
টুইটারে পাপারাৎজির উদ্দেশে শাহিদ লিখেছেন, ‘মাত্র দু’ফুট দূরত্ব থেকে ২০টা ক্যামেরার ফ্ল্যাশবাল্বের ঝলকানি যে বাচ্চার চোখের ক্ষতি করতে পারে, সেটা বোঝার মতো বুদ্ধিও নেই আলোকচিত্রীদের। এটা খুবই দুর্ভাগ্যজনক!’ মিশাকে নিয়ে বাড়ির বাইরে পা রাখলেই শাহিদ এবং মীরাকে ঘিরে ধরেন ফোটোগ্রাফারেরা। চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশগান আছড়ে পড়ে ছোট্ট মিশার উপর। এখনও পাঁচ মাসও পেরোয়নি সে। এমন আচরণের জন্য চিত্রসাংবাদিকদের ‘নির্বোধ’ বলতেও ছাড়েননি শাহিদ। ‘নো কমন সেন্স ইন দেয়ার ডিএনএ’ কটাক্ষ তাঁর।
০৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম