বিনোদন ডেস্ক: আজ সকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন ওম পুরি। বলিউডের পরিচিত মুখ ওম পুরিকে দেখা যাবে আর কোনো চলচ্চিত্রে। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকের পর মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানানো হয়েছে। মূলধারার বলিউড সিনেমার পাশাপাশি পাকিস্তানি, ব্রিটিশ এবং হলিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।
১৯৫০ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে নন্দিতা পুরিকে বিয়ে করেন ওম। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ইহসান নামে তাদের একটি ছেলে রয়েছে।
দীর্ঘ অভিনয় জীবনে অন্তত ১০টি পুরস্কার জিতেছেন তিনি; যার মধ্যে সেরা অভিনেতার পুরস্কারও।
৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর