শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০১৭, ০৪:৪২:০৯

আমি সালমান খানের সাথে অভিনয় করবো: ভারতীয় মিডিয়াকে হিরো আলম

আমি সালমান খানের সাথে অভিনয় করবো: ভারতীয় মিডিয়াকে হিরো আলম

বিনোদন ডেস্ক : বছর খানিক ধরে বেশ আলোচনায় হিরো আলম। নিজ উদ্যোগে ৫ শতাধিক মিউজিক ভিডিও নির্মাণ করে এ আলোচনার জন্ম দেন তিনি। নিজ গুণে এরই তিনি মন জয় করেছেন অসংখ্য মানুষের।

এখন তিনি শুধু মিউজিক ভিডিও নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই মডেল হিসেবে অভিনয় করেছেন টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে। চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সিনেমায়।
এবার তিনি বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে অভিনয় করার আশা ব্যক্ত করেছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। হিরো আলমের পরবর্তী পরিকল্পনা কি বলিউড?  এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘বলিউড, যদি বলিউডে অভিনয়ের সুযোগ হয় তবে আমার স্বপ্ন সত্যি হবে।

তাহলে আমি সালমান খানের মতো রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করব। আরো ভালো হয়, যদি সালমান খানের সঙ্গে অভিনয় করতে পারি।’ প্রথমবারের মতো র‌্যাপ সং গেয়েছেন হিরো আলম। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে তার এই গানটি। বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে।

এক সময় সিডি বিক্রি ছিল হিরো আলমের পেশা। তবে স্বপ্ন ছিল সুপারস্টার হওয়ার। তারপর নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটেন তিনি। তার পরের গল্প সবারই জানা।
৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে