বিনোদন ডেস্ক: বলিউডে বিরাট চমক। একই ফ্রেমে এবার আমির খান ও অমিতাভ বচ্চন। ১৮৩৯ সালের বেস্ট-সেলিং কনফেশনস অফ আ থাগস উপন্যাস অবলম্বনে থাগস অফ হিন্দুস্তান ছবি তৈরি করবেন পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য। আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে এই দুই মেগাস্টারের সিনেমা। সোশ্যাল মিডিয়ায় পরের ছবি নিয়ে কথাও বলেছেন পারফেকশনিস্ট।
১৮৩২ সালের প্রেক্ষাপটে গুণ্ডা-ডাকাতদের কাহিনি নিয়ে এই সিনেমাটি। প্রাক-স্বাধীন ভারতে কীভাবে মানুষজনকে খুন করে টাকাপয়সা চুরি করার অভিনব কায়দা যেখানে বিশেষভাবে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ধুম-৩ এর পরিচালক। ছবিতে বাবা-ছেলের সম্পর্কের নানা টানাপোড়েন ও মধুর সম্পর্কের দৃশ্যেও উল্লেখ থাকবে। তবে এই সিনেমায় কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।
মেগাস্টারদের নিয়ে সিনেমা আগে হলেও, এত হেভিওয়েট মেগাস্টারদের একসঙ্গে কাজ করেছেন বলে মনে করতে পারছেন না সমালোচকরা। ভারতীয় ইতিহাসে এটাই হয়তো সবচেয়ে দামি ফিল্ম হতে পারে বলে মনে করছেন তাঁরা। আর এমন রোমহর্ষক ছবি দিওয়ালিতেই রিলিজ করার কথা ভেবেছেন পরিচালক ও যশরাজ ফিল্মস।-এই সময়
০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/টি,জে