বিনোদন ডেস্ক : গাড়ি ছাড়াও বিলাসবহুল বাইক কেনার শখ রয়েছে জনের। তাঁর সংগ্রহে রয়েছে সুজুকি হায়ামুজা, ইয়ামাহা আর-ওয়ান, ইয়ামাহা বি-এক্স, সুজুকি জিএসএক্স-১০০০ আর আর, কাওয়াসাকি নিনজা জে়ড-এক্স ১২-র মতো সুপার লাক্সারি বাইকও।
বছরের শুরুতেই নিজের ভক্তদের জন্য বলিউড তারকা জন আব্রাহাম দিলেন বিশেষ উপহার। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন নিজের নতুন গাড়ি আর৩৫ জিটি-আর-এর ছবি। ছবিতে এই ধাঁ চকচকে গাড়ির পাশেই কালো পোশাকে দেখা গিয়েছে জনকেও।
কয়েক মাস আগে নিসান কোম্পানির তৈরি এই গাড়িটি বুক করেছিলেন জন। সেই খবরও তাঁর ভক্তদের জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া মারফত। ডিসেম্বর মাসের শেষ দিকে সেই গাড়িই হাতে পেয়ে গেলেন জন।
সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় বাজারে এই গাড়ির দাম ২ কোটি টাকার মতো। জাপানে তৈরি হয়েছে এই গাড়ির ইঞ্জিন। টুইন টার্বো ভি-সিক্স ইঞ্জিনটি ৩৮০০ সিসি ক্ষমতাসম্পন্ন। দু’টো দরজাওয়ালা টুইন সিটার এই গাড়িতে সিস্ক স্পিড ডুয়াল অটোমেটিক ক্লাচ রয়েছে। মাত্র ২.৯ সেকেন্ডে এই গাড়ি সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম।
গাড়ি ছাড়াও বিলাসবহুল বাইক কেনার শখ রয়েছে জনের। তাঁর সংগ্রহে রয়েছে সুজুকি হায়ামুজা, ইয়ামাহা আর-ওয়ান, ইয়ামাহা বি-এক্স, সুজুকি জিএসএক্স-১০০০ আর আর, কাওয়াসাকি নিনজা জে়ড-এক্স ১২-র মতো সুপার লাক্সারি বাইকও। বাইকের প্রতি জনের এই আগ্রহের কথা জানতে পেরে পিয়াজিও কোম্পানি ২০১৩ সালে জনকে অ্যাসপ্রিলিয়া আরএসভি ৪ বাইকটি উপহার দেয়। ভারতীয় বাজারে ওই বাইকের তৎকালীন দাম ছিল প্রায় সাড়ে সতেরো লাখ টাকা। -এবেলা।
০৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম