রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৫:৩৩:০৮

আব্রামকে কী উপহার দিয়েছেন শাহরুখ-গৌরী?

আব্রামকে কী উপহার দিয়েছেন শাহরুখ-গৌরী?

বিনোদন ডেস্ক: বাবা-মায়ের কাছ থেকে পাওয়া সব উপহারই আমাদের দুর্দান্ত লাগে। শুধু সেই সময়ের জন্যই নয় বোধহয়। খুব ছেলেবেলায় পাওয়া উপহারও আমাদের চিরকাল মনে থাকে। যে বাবা-মায়ের যতটা সামর্থ থাকে, তাঁরা তাঁদের সামর্থ অনুযায়ী সেরা জিনিসটাই তো উপহার হিসেবে দেন নিজের সন্তানকে। আর তিনি তো শাহরুখ বলে কথা। এ দেশের ফিল্মের কিং খান বা বাদশা। তাঁর কী আর বিশেষণের অভাব আছে! স্ত্রী গৌরী খানও রীতিমতো ইন্টিরিয়র ডিজাইনার।

এবার তাঁরা দুজনে মিলে নিজেদের ছোট সন্তান আব্রাম খানকে উপহার দিলেন একটা ট্রি হাউস। অর্থাৎ‍, গাছ বাড়ি। এই বাড়িটির ডিজাইন করেছেন বলিউডের খ্যাতনামা প্রোডাকশন ডিজাইনার সাবু স্রিল। যিনি আবার শাহরুখের মান্নতের ডিজাইনারও। নিন, এবার দেখে নিন আব্রামের গাছ বাড়ি। দেখুন আপনারও আফশোস হবে, ইস কেন আরও কিছুদিন ছোট থাকলেন না!-জিনিউজ

০৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে