বিনোদন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ঘটনায় এবার মুখ খুললেন শাহরুখ খান। বাবা মায়েদের প্রতি তার বার্তা, ছেলেদের সঙ্গে এমন ব্যবহার করুন, যাতে তারা মহিলাদের সম্মান করতে শেখে।
নতুন বছর পালনের উৎসবে যোগ দেওয়া বেশ কয়েকজন মহিলা বেঙ্গালুরুতে শ্লীলতাহানির শিকার হন। এক কথায় এই ঘটনার নিন্দা করেন বলিউডের তারকারা। এ নিয়ে প্রশ্ন করলে শাহরুখ বলেন, সহশিল্পীদের মত তিনিও ধিক্কার জানাচ্ছেন এই শ্লীলতাহানির ঘটনাকে। সব বাবা মায়ের ছেলের সঙ্গে এমন ব্যবহার করা উচিত, যাতে তারা ছোটবেলা থেকেই মহিলাদের সম্মান করতে শেখে।
নারীশক্তিকরণ নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, কর্মরতই হোন বা গৃহবধূ- মহিলারা সব সময় সম্মানীয়। তার কথায়, মেয়েরা তার মনের অত্যন্ত কাছের, যেমন তার মেয়ে, তার মা। মেয়েরা না থাকলে প্রাণ আসত না। তাই তাদের সবথেকে বেশি সম্মান প্রাপ্য।
৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস