সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০১:১১:১১

একসঙ্গে নাচল ঐশ্বর্যার মেয়ে ও আমিরের ছেলে! দর্শক ঐশ্বর্যা, অভিষেক, আমির

একসঙ্গে নাচল ঐশ্বর্যার মেয়ে ও আমিরের ছেলে! দর্শক ঐশ্বর্যা, অভিষেক, আমির

বিনোদন ডেস্ক : স্কুলের ফাংশনে রেলগাড়ির কামরা সেজেছিল ছোট্ট আরাধ্যা বচ্চন ও আজাদ রাও খান। তারপর অভিভাবকদের সামনে দিয়ে দিব্যি ঝুকঝুকিয়ে চলল তাদের রেলগাড়ি।

অন্য গার্জেনদের মত অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন ও আমির খান ছিলেন দর্শক আসনে। আর পাঁচজনের মতই হাততালি দিয়ে বাচ্চাদের উৎসাহ দিলেন তাঁরা, তুললেন একের পর এক ভিডিও।

অনুষ্ঠানের শেষে মঞ্চে উঠে বাচ্চাদের সঙ্গে গল্প করেন অ্যাশ-অভি। অন্য অভিভাবকদের সঙ্গে তোলেন দেদার সেলফি। -এবিপি আনন্দ।
০৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে