সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০৭:১০:০২

শাহরুখ-নিরব পাশাপাশি

শাহরুখ-নিরব পাশাপাশি

বিনোদন ডেস্ক : নিরবের বলিউড অভিষেক। সে পুরনো কথা। এখন ছবি মুক্তির অপেক্ষা। কেননা সম্প্রতি নিরব অভিনীত বলিউড ছবি 'শ্যায়তান ( বাংলা উচ্চারণ- শয়তান)   এর ট্রেলার মুক্তি পেয়েছে।   এই নিয়ে দু'দি ন থেকে শোবিজ অঙ্গনেও বেশ আলোচনা হচ্ছে। ট্রেলারটি মুক্তি পেয়েছে জি মিউজিক-এর অফিসিয়াল চ্যানেল থেকে। জি মিউজিক ভারতের শীর্ষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান।  

নিরবের ট্রেলার মুক্তির আগেই এই কোম্পানি থেকে শাহরুখ খানের ‘রইস’-এর গান প্রকাশ পেয়েছে! তাই চ্যানেলে প্রবেশ করতেই শাহরুখের ছবি চলে আসছে। বলা যায় বাস্তবে স্ক্রিন শেয়ার না করলেও এই মুহূর্তে জি মিউজিকের ইউটিউব চ্যানেলে শাহরুখ-নিরব পাশাপাশি অবস্থান করছেন।

নিরব বলেন, বিষয়টি খুবই সিম্পল, আবার সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্টদের নিকট বিশাল। এটা আমার জন্য অনেক বড় একটি ভালো লাগার বিষয় যে বড় একটি প্রতিষ্ঠান থেকে ট্রেলার রিলিজ করেছে। শাহরুখ খান আমার প্রিয় অভিনেতাদের একজন, তার ছবির গানের সঙ্গে প্রকাশ পেয়েছে আমার ছবির ট্রেলার—স্বপ্নেও এতটা আশা করিনি।  

'শ্যায়তান' ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কাভিতা রাধ্যেশাম, পাকিস্তানের মিরা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আছেন মিরা, আমিতা, আসিফ বাসরা, বেবি তাসমিয়া ও ইতি আচার্য। সিনেমাটি পরিচালনা করেছেন সামির খান।

৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে