মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০১:২৭:৫৪

কারাগারে খাওয়া দাওয়া ছেড়ে ‘চোখের জলে মনমরা’ তাপস পাল

কারাগারে খাওয়া দাওয়া ছেড়ে ‘চোখের জলে মনমরা’ তাপস পাল

বিনোদন ডেস্ক : সিনেমায় তাকে জেলে যেতে দেখলে দর্শকদের চোখ ভিজে যেত। কিন্তু, বাস্তবে জেলে যাওয়ার পর থেকে নাকি তাপস পালের চোখের জল বাঁধ মানছে না। খাওয়া দাওয়া ছেড়ে শরীরের এমন হাল যে, সেল থেকে সরিয়ে তাকে জেল হাসপাতালে রাখতে হয়েছে।

জেল সূত্রে দাবি, গোড়ায় ওড়িশার ঝাড়পদা জেলে যে সেলে তাপস পালের থাকার বন্দোবস্ত হয়, সেখানে ছিলেন মোট ৩০জন বন্দি।

জেল সূত্রে দাবি, তাপস পাল কারও সঙ্গে কথা বলতেন না। খাবার দিলে খেতেনও না। সারাদিন শুধু মনমরা হয়ে বসে থাকতেন। মাঝে মাঝেই চোখে জল।

শারীরিক অবস্থার অবনতি হতে দেখে শেষমেশ কারা কর্তৃপক্ষ তাপস পালকে জেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেখানে তার দেখা শোনার জন্য একজন অ্যাটেন্ড্যান্ট আছেন। কিন্তু, জেল সূত্রে দাবি, তাপস পাল কারও কথাই শোনেন না।

খাবার দিলে কখনও থালা ঠেলে সরিয়ে দেন। কখনও একটু খেয়ে বাকিটা ফেলে দেন। পরিবারের সদস্যরা মাঝেমধ্যে দেখা করতে আসেন ঠিকই। তবে জেলে অনেক নিয়মকানুন। তাই সবসময় তাদের কাছে যেতে দেওয়া হয় না। এবিপি

১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে